করোনা’তে
ড. টি এম মাহবুবর রহমান
করোনার এই মস্ত থাবায় সবাই এখন বলি,
কাছের মানুষ থাকছে দুুরে কেমন করেই চলি!
লয়ের চাপে সবার আত্মা হয়েছে দাদখান,
প্রাণ ঢুকেছে ভয়ের দেশে,জানের ভেতর টান।
সবাই বলে সবাই জানে জটিল এ ভাইরাস,
সচল চাকা অচল করেই টেনে ধরেছে রাশ।
দেখে শুনে চলছে সবাই নিজেই বাঁচার তালে!
ভাবছে যদি আটকে পড়ে করোনা’র এই জালে।
স্বাস্হ্যবিধি চলছে মেনে পড়ছে মুখে মাস্ক,
গরম পানির বদৌলতে কদর পাচ্ছে ফ্লাস্ক।
হ্যান্ড শেকের চর্চা এখন নাই বললেই চলে,
সাবান দিয়ে হাত ধূঁতে আজ সব মানুষে বলে।
দূরে দূরে চলছে সবাই,বসছে সবাই ফাঁকে,
চলছে সবাই এমনভাবে বেশ দূরত্বে থেকে।
সবার ভেতর বাস করেছে এমন জাতি ডর,
সব দাপিয়ে এখন শুধু সেই করেছে ভর।
যদি বহুরূপী এই খেকো থেকে রক্ষা পেতে চাই,
মিলে মিশে সবাই এখন সচেতনতা’য় যাই।