মোঃফজলুর রহমানঃদুর্ঘটনায় এক বছরের মধ্যে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত দবিরুল ইসলাম কমরেড এর ছেলে মনসুর আলম(৩০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। আজ বিকালে এঘটনাটি ঘটেছে।
সে পেশায় একজন কাঠ মিস্ত্রি।এলাকার সৌখিন মানুষদের কাঠের তৈরী কোন কাজের দরকার হলে তার ডাক পরত।
আজ দুপুরে বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুত এলাকার চরকডাঙ্গীর আলাউদ্দীনের বাড়ীতে কাজ করতে যায় মনসুর।এ সময় বারান্দার টিনের কাজ করার সময় টিনের সংগে লেগে থাকা বৈদ্যুতিক তারে ঢেউটিনগুলো বিদ্যুতায়িত হয়ে যায়।এতে টিনে হাত দিতেই মনসুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু বরণ করে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্যযে, গত বছর এ সময় জেলার ঠাকুরগাও-দিনাজপুর মহাসড়কের খোঁচাবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মনসুরের বাবা ও মা মারা যায়। আহত হয় তার ভাগ্নি।সেও কিছুদিন পরে মারা যায়। আজ মনসুরকে নিয়ে একই পরিবারের চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।