নিজেস্ব প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় আজ (১৮/৭/২০) দুপুরে খবর পাওয়া গেছে, কুলিক নদীর পানিতে ডুবে সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আরভি স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ঐ সেনা সদস্যের নাম আশিক রহমান (২৪)। তিনি রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
পরিবারের লোকজন জানায়, গেল দুই বছর হলো তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ীতে এসেছেন কয়েকদিন হলো। ১৮ জুলাই শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে ছিলেন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকে রানীশংকৈল থানার খবর দেন ।
রাণীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সেনা সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।