মোঃফজলুর রহমানঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের মুক্তিযোদ্ধাগণ আজ সকাল ১১টার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে পথসভা করেন।এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা
Exif_JPEG_420
কমাণ্ডের নেতা সংকর কুমার দে,আমিনুল ইসলাম বুলু,নরেন্দ্র নাথ সরকার,মীরানাথ গোসামী,মোকসেদ আলী। মুক্তিযোদ্ধাদের অনুরোধে আরো বক্তব্য রাখেন সাংবাদিক হারুন অর রশিদ।
বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাবেক কমাণ্ডার আব্দুস সোবহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মকসেদ আলী,মীরানাথ, তোয়াব আলী প্রমুখ।
বক্তারা বলেন বালিয়াডাঙ্গী কৃষি অফিসার শাফিয়ার রহমান এমন কোন দূর্ণীতি নাই যেটা তিনি করেন নি। তিনি প্রদর্শনী প্লটের নামে হরিলুট করেছেন।কোন মাঠদিবস না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বোরো মাঠ দিবসে ৫০ জন অংশগ্রহনকারী কৃষকের ভাতাসহ অন্যান্য সুধিধার বরাদ্দ থাকলেও তা প্রদান না করে উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার আত্মসাৎ করেন।
বক্তাগণ আরো বলেন, ভুট্রা,গম,লেবু,মাল্টা,
বিটিবেগুন প্রদর্শনীসহ বিভিন্ন প্রদর্শণী না করেই বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছেন।
শুধু তাই নয় শাফীয়ার রহমান মাস্টার রোলে ড্রাইভার পদে চাকরি দেওয়ার নামে মুক্তিযোদ্ধা সন্তান মিজানুর রহমানকে অর্থনৈতিকসহ বিভিন্নভাবে নাজেহাল করেছেন মর্মে অভিযোগ করেছেন বক্তাগণ।
বক্তাদের দাবী বালিয়াডাঙ্গী কৃষি অফিসারকে অন্যত্রে বদলী করে তার দুর্ণীতি ও অনিয়মের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।
বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টা ব্যাপি পথসভা শেষে মুক্তিযোদ্ধাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলীপি প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন দুর্ণীতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মুক্তিযোদ্ধাদের আশ্বাস দেন।