সমস্যার দ্রুততম সমাধান দেবে তরুনদের আবিস্কৃত ‘আমার অভিযোগ’
তরুন মেধাবী ছাত্রের একটি টিম ‘আমার অভিযোগ’ নামে প্রজেক্ট তৈরি করে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। এরা সবাই কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
বিশ্ব ব্যাংক এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় স্কীলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি) উদ্যোগে গতকাল(১১/১২/২০১৬ ইং) সারাদেশে ৮ টি বিভাগে একযোগে আয়োজিত হয় স্কীলস কম্পিটিশনের আঞ্চলিক পর্ব। ৮টি বিভাগের অংশ হিসেবে রংপুর বিভাগেও আয়োজিত হয় এ কম্পিটিশন। রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বমোট ৩২ টি প্রজেক্ট অংশগ্রহণ করে এ পর্বে। এর মধ্যে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ‘আমার অভিযোগ’ নামের এই প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষন করে ফেলে ক্ষুদে বিজ্ঞানীদের এই টিম।
অংশগ্রহণকারী এই টিমের সদস্যরা হলো কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের মেধাবী ছাত্র আসাদুজ্জামান সাগর, তাজরুল ইসলাম, সাদিকুল ইসলাম, নয়ন, নাহিদ ও রমজান।
টিম প্রধান আসাদুজ্জামান সাগর জানায়, ‘আমার অভিযোগ’ প্রজেক্টটি মুলত একটি অভিযোগ পরিচালনা পদ্ধতি। যা প্রোগ্রামিং জ্ঞান ব্যবহার করে ডেভেলোপ করা হয়েছে। বর্তমানে এটি এমনভাবে ডিজাইন করা আছে যার মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানাতে পারবে এবং জেলা প্রশাসক অভিযোগটি দেখে দ্রুত পদক্ষেপ নিতে পারবে। ওয়েবওয়্যারটিতে কিছু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। নতুন কোন অভিযোগ আসলে এডমিনের কক্ষে এলার্ট বেঁজে উঠবে এবং এডমিন যদি অনলাইনে না থাকে সেক্ষেত্রে উক্ত এডমিনের মোবাইলে টেক্সট আকারে অভিযোগটি চলে যাবে যাতেকরে দ্রুত সমস্যার সমাধান করা যায়। এই ক্ষুদে বিজ্ঞানী আরও জানায়, শুধুমাত্র জেলা প্রশাসক নয় বরং এটি যে কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যে কোন প্রশাসন বিভাগ ডিজিটাল অভিযোগ বক্স হিসেবে ব্যবহার করতে পারবে। এই সেবা ওয়েবসাইট কিংবা ‘আমার অভিযোগ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রহণ করা যাবে। দেশের উন্নয়নের কথা মাথায় রেখে এই প্রজেক্টটি তৈরি করা করেছে বলেও জানায় সে।
আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে বিচারক হিসেকে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক, স্কীলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আরও কয়েকজন। পরিদর্শনের পর তাঁরা মন্তব্য করেন, দেশ ও জাতির উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ‘আমার অভিযোগ’ প্রজেক্টটি বিরাট ভূমিকা রাখবে। তাঁরা ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রজেক্টটিকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করেন, সেই সাথে এই তিন শিক্ষার্থীর হাতে বিজয়ীর ক্রেস্ট তুলে দেন।
ক্ষুদে বিজ্ঞানী আসাদুজ্জামান সাগর বলে, “আমার শ্রদ্ধেয় শিক্ষক এ.জে.এম মাসুদুর রহমান, রবিউল আউয়াল, রাশেদুল ইসলাম ও মুশফিকুর রহমান এই প্রজেক্ট উন্নয়নের জন্য সবসময় আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, সে জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে সবার কাছে দু’আ চাচ্ছি যেন জাতীয় পর্যায়ে গিয়েও ভালো করতে পারি।”