ই-কমার্স কোম্পানীগুলোর হাজারো অফার, ডিস্কাউন্ট আর ফ্রী গিফট নিয়ে রংপুর মাতাতে আগামি ২৭ এপ্রিল (শনিবার) হতে যাচ্ছে দিন ব্যাপি ই-কমার্স মেলা “ই-কমার্সের ডাক”।
ভেন্যুঃ টাউন হল, রংপুর।
“ই- কমার্সের ডাক” ডিজিটাল মার্কেটিং এর একটি বিশ্বাস্য প্লাটফর্ম। বিশেষ করে যারা অন-লাইন মাকের্ট বিশ্বাস করে তাদের জন্য এটি গুরুত্ববহ।
এই মেলার মাধ্যমে নতুন নতুন কার্যক্ষেত্র তৈরি হোক, সেই সাথে যেন নতুন উদ্যোক্তা হিসেবে অনুপ্রাণিত হয় বেকার যুবকরা এই আশা মেলা আয়োজকদের।
এই মেলায় থাকছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অফার,
**ই-কমার্স মেলার প্লাটিনাম স্পন্সর দারাজ এর পক্ষ থেকে থাকছে ফ্রি তেল অফার! দারাজের ষ্টল ভিজিট করলেই পেয়ে যাবেন ১ লিটার ফ্রি তেল। এই অফার শুধুমাত্র প্রথম ১ হাজার কাস্টমার এর জন্য।
** রংপুরের মেলায় rokomari.com এর বিশেষ অফার! প্রতি ঘণ্টায় লটারির মাধ্যমে ২ জন পাবে ফ্রি বই!
**মেলার দর্শনার্থীদের জন্য DinRatri এর বিশেষ উপহারঃ সবার জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষা।
ই-কমার্স মেলার প্লাটিনাম স্পন্সর দারাজ এবং এতে সহযোগী পাটনার হিসাবে কাজ করছেন তথ্য আপা (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) A2i
সহযোগীতায়ঃ
**চালডাল ডট কম
**রকমারি ডট কম
** প্রিয় শপ
** এস এম ই ভাই
** দিন রাত্রি ডট কম